নিজস্ব প্রতিবেদক:: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তিন পেসার ও এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দীর্ঘ দিন পর টেস্ট একাদশে ফিরেছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়ও। সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ বাঁচানো ইনিংস খেলে শতক হাঁকিয়ে একাদশে ফিরলেন তিনি।
টাইগার একাদশে তাসকিন আহমদও আছেন। টিম ম্যানেজম্যান্ট দলের বোলিং আক্রমণের সেরা এই তারকাকেও একাদশে নিয়েছে। এই স্পিড স্টারের সঙ্গে একাদশে আছেন পেসার শরিফুল ও এবাদত হোসেন। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন তাইজুল ইসলামও।
স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে একাদশে আছেন ওপেনার জাকির হাসান, মুমিনুল হক সৌরভ। ফর্মহীন এই ব্যাটারের উপরও আস্থা রেখেছেন হাথুরুসিংহে।
টস হেরে ঢাকা টেস্টে আগে ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে। আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লা শহিদী টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ একাদশ:: জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post