নিজস্ব প্রতিবেদকঃ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টাইগার একাদশ তিন পেসার নিয়ে সাজানো হয়েছে। আছেন নাজমুল হোসেন শান্ত-এনামুল হক বিজয়ও।
তিন পেসার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন সুযোগ পেলেন প্রথম ম্যাচে। তাদের সঙ্গে খেলছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের সঙ্গে স্পিনে যোগান দিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনও। দলে জায়গা হয়নি ইয়াসির আলীর।
নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের চোটে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন। সঙ্গে চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারছেন না তাসকিন আহমেদও।
তবে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজে জয় বাংলাদেশের। ঘরের মাঠে সাত বছর আগে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। সেই সুখস্মৃতি হতে পারে স্বাগতিকদের বড় অনুপ্রেরণা।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দিপক চাহার, কুলদিপ সেন ও মোহাম্মদ সিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০