নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যে ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।
বাংলাদেশ তিন পেসার ও তিন স্পিনার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে। সুযোগ পেলেন না আফিফ হোসেন। ওয়ানডে সিরিজে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এদিকে ওয়ানডে সিরিজে চোটে পড়া পেসার এবাদত হোসেন ছিটকে গেছেন টি-টোয়েন্টি থেকে।
টসের পর অধিনায়ক সাকিব বলেছেন একাদশে তিন পেসার—তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তিন পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার— মেহেদি হাসান মিরাজ, সাকিব ও নাসুম আহমেদ। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশ থেকে পরিবর্তন করা হয়েছে দুইটি।
এদিকে আফগানিস্তান নিজেদের খেলা সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ দিয়েছে সেদিকুল্লাহ আতাল ও ওসমান গনিকে। এই দুজনের জায়গায় একাদশে ফিরেছেন হজরতুল্লাহ জাজাই ও নাজিবউল্লাহ জাদরান। ওপেনার শাহজাদ আহমেদকে রাখা হয় একাদশে। দীর্ঘদিন পর এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন এই উইকেটকিপার ব্যাটার।
বাংলাদেশ একাদশ-
লিটন দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ-
রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০