স্পোর্টস ডেস্কঃ জস বাটলার, জস্বভি জয়সাওয়াল ও স্যাঞ্জু স্যামসনের হাফ সেঞ্চুরির পর যুবেন্দ্র চাহাল এবং ট্রেন্ট বোল্টের দারুণ বোলিংয়ে সানরাইজার্স হায়াদ্রাবাদকে বড় ব্যবধানে হারাল রাজস্থান রয়্যালস। রোববার দিনের প্রথম ম্যাচে ৭২ রানে জিতেছে রাজস্থান।
রোববার রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে রাজস্থান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক দুই ওপেনার জস বাটলার ও জয়সাওয়াল। ৫.৫ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতে দুজন তুলেন ৮৫ রান। পাওয়ার প্লে’র এক বল বাকি থাকতে ফিরেন বাটলার। তবে এর আগে খেলে যান ২২ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৪ রানের বিস্ফোরক ইনিংস। মাত্র ২০ বলে ফিফটি পূরণ করেন।
পাওয়ার প্লে’তে নিজেদের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ৮৫ রান করার নতুন রেকর্ড গড়ে রাজস্থান। এরপর টপ অর্ডারে নামা অধিনায়ক স্যামসনকে সাথে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন জয়সুয়াল। ফিফটি হাঁকিয়ে জয়সুয়াল ফিরলে ভাঙে সেই জুটি। এই বাঁহাতি ৩৭ বলে ৯ বাউন্ডারিতে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন।
এরপর দলের রান বাড়াতে একা হাতেই লড়ে যান স্যামসন। দেবদূত পাডিকাল, রিয়ান পরাগরা সঙ্গ দিতে পারেননি। এক সময় ফিরে যান স্যামসন নিজেও। তবে এর আগে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলে যান। ৩২ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় সাজানো সেই ইনিংস। শেষ দিকে শিমরণ হেটমায়ারের ২২ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে ভর করে দুইশ পার করা পুঁজি পায় রাজস্থান।
হায়দ্রাবাদের হয়ে সবাই এদিন বেশ খরুচে ছিলেন। তবে থাঙ্গারাসু নটরাজ ৩ ওভার বল করে ২৩ রান খরচায় ২ উইকেট নেন। ফজলহক ফারুকীও ২ উইকেট লাভ করেন। তবে ৪ ওভারে ৪১ রান খরচ করেন।
জবাব দিতে নেমে ৮ উইকেটে ১৩১ রানে আটকে গেছে স্বাগতিক হায়দ্রাবাদ। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারেই দুই উইকেট হারায় তারা। ৫২ রানে পড়ে যায় পাঁচ উইকেট। ব্যর্থ হন হ্যারি ব্রুক (১৩), ওয়াশিংটন সুন্দর (১) ও গ্লেন ফিলিপস (৮)। ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ২৭ ও লোয়ারে আব্দুল সামাদ ৩২ রান করলে শতক ছাড়ায় স্বাগতিকরা।
রাজস্থানের হয়ে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন। বোল্টের দুইটি ছাড়াও অশ্বিন ও জেসন হোল্ডার একটি করে উইকেট নিয়েছেন। হায়দরাবাদের আফগান পেসার ফজল হক ফারুকি ৪ ওভারে ৪১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। থাঙ্গারাসু নটরাজন ৩ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০