স্পোর্টস ডেস্কঃ গেল বছর হয়ে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন কার্ডিয়াক অ্যাটাকে আক্রান্ত হয়ে পুরো বিশ্বকে কাঁদিয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। সেসময়ই ডেনমার্কের তারকা মিডফিল্ডারের ক্যারিয়ার শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তবে এরিকসেন যেন নতুন করে শুরু করেছিলেন।
জীবন-মৃত্যুর মাঝখান থেকে ফিরে এসে ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। সবশেষ মৌসুমের শেষ ভাগে জাতীয় দল ও ক্লাব সব জায়গাতেই দারুণ ফুটবল উপহার দিয়েছেন এরিকসেন। এবার নিজের পারফর্মেন্সের জন্য পেলেন উপহার। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন এরিকসেন।
রেড ডেভিলদের ঢেরায় যুক্ত হচ্ছেন এই ফুটবলার। তিন বছরের চুক্তিতে এরিকসেনকে দলে নিয়েছে ইউনাইটেড শিবির। এরিকসেনকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে ইউনাইটেড শিবির।
ইউনাইটেডে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এরিকসেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি বিশেষ ক্লাব এবং দলটির হয়ে মাঠ নামতে আমার আর তর সইছে না। অনেকবার ওল্ড ট্র্যাফোডে খেলার সৌভাগ্য হয়েছে। কিন্তু ইউনাইটেডের লাল শার্টে খেলাটা দারুণ অনুভূতি হবে।’
কার্ডিয়াক অ্যাটাকের পর ইন্টার মিলান চুক্তি বাতিল করে দেয় এরিকসেনের সাথে। মূল একটি ইলেকট্রিক ডিভাইস শরীরে বসিয়ে এরিকসেনকে খেলতে হয়। কিন্তু ইতালিয়ান লিগ সিরি আ’তে সেটির অনুমোদন নেই। যার ফলে নতুন ঠিকানা বেঁছে নিতে হয় ৩০ বছর বয়সী ফুটবলার।
এরপর তিনি ফেরেন ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে। ক্লাবটির হয়ে বেশ ভালোই কাটাচ্ছিলেন সময়। এবার যোগ দিলেন ইউনাইটেডে। এর আগে এই ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে সাত মৌসুম খেলেছেন প্রিমিয়ার লিগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা