তিন বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিলেন সাদিও মানে

0
58

স্পোর্টস ডেস্কঃ লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দিলেন সাদিও মানে। অ্যানফিল্ডকে বিদায় জানিয়ে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এই সেনেগাল ফরোয়ার্ড। মেডিক্যাল চেক-আপের জন্য মঙ্গলবার মিউনিখে অবতরণ করেন তিনি। বায়ার্ন বুধবার মানেকে দলে নেওয়ার ঘোষণা দেয়। ২০২৫ সাল পর্যন্ত এই ক্লাবে থাকবেন তিনি।

এই দলবদলের জন্য লিভারপুলকে প্রথমেই ৩২ মিলিয়ন ইউরো শোধ করবে বায়ার্ন। আর বিভিন্ন শর্তপূরণের উপর নির্ভর করবে বোনাস হিসেবে ইংলিশ ক্লাবটির আরও ৯ মিলিয়ন ইউরো পাবার বিষয়টি। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬৯ ম্যাচ খেলেছেন মানে, গোল করেছেন ১২০টি।

অলরেডদের হয়ে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরের মৌসুমে মানে জেতেন প্রিমিয়ার লিগ শিরোপা। এই মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন তিনি, দলটির লিগ কাপ ও এফএ কাপ জয়ে দারুণ অবদান ছিল তার।

বায়ার্নে যোগ দিয়ে মানে বলেন, বলেন, ‘শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখে এলাম। দারুণ অনুভূতি হচ্ছে। জার্মানির এই ঐতিহ্যবাহী ক্লাব সম্পর্কে অনেক কিছু শুনেছি। এখানে খেলার ইচ্ছা অনেক বছর থেকেই ছিল। অবশেষে সেই স্বপ্ন সফল হল। জানি এখানে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে আমি সব চ্যালেঞ্জ নেওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here