স্পোর্টস ডেস্কঃ লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। গোড়ালির চোটে পড়েছেন ডেনিশ মিডফিল্ডার। গত শনিবার এফএ কাপে রিডিংয়ের বিরুদ্ধে ম্যাচে গোঁড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়ে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
এক বিবৃতিতে ইউনাইটেড জানিয়েছে, এপ্রিলের শেষ বা মে মাসের শুরু পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ৩০ বছর বয়সী এরিকসেনকে। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের ৩২ ম্যাচের ৩১টি খেলেছেন এরিকসেন। দুই গোল করার পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৯টি অ্যাসিস্ট।
ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ বলেন, ‘এরিকসেন হতাশ, সাথে আমরাও। কিন্তু শীর্ষ পর্যায়ের ফুটবলে এমনটা হতেই পারে। এর সাথে মানিয়ে নিয়েই আমাদের চলতে হবে। আমি মনে করি কেউ তার জায়গা পূরণ করতে পারবে না। কারণ প্রতিটি খেলোয়াড়েরই ভিন্ন কিছু বৈশিষ্ট রয়েছে। এরিকসেনের মত খেলোয়াড়ের অভাব পূরণ করা কঠিন।’
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে আছে আর্সেনাল। নিজেদের পরের ম্যাচে লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে আজ (বুধবার) নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে টেন হাগের দল। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল ম্যানচেস্টারের দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post