স্পোর্টস ডেস্ক: লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করলো রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচ, লুকা ভাসকেজ আর ফেলে ভালর্ভেদের গোলে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। শুরুতে লিড নেওয়া রিয়াল শেষ দিকে তিনি মিনিটে দুই গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে।
চোটের কারণে ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেনজেমা ম্যাচটি খেলেননি। তবে তিনি না খেললেও জয়ের জন্য খুব একটা বেগ পেতে হয়নি রিয়ালকে। দারুণ খেলে জয় নিয়েই মাঠ ছেড়ে দলটি। এই জয়ে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ক্লাবটি।
ম্যাচের শুরুতেই লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় রিয়াল। পঞ্চম মিনিটেই দলকে ১-০ গোলে এগিয়ে দেন এই তারকা। প্রথমার্ধে এগিয়ে যাওয়াল ব্যবধান আর বাড়াতে পারেনি। সেভিয়াও ম্যাচে ফিরতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল।
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর সেভিয়া ঘুরে দাঁড়ায়। লামেলার গোলে ম্যাচের ৫৪তম মিনিটে সমতায় ফিরে দলটি। হোর্হে সাম্পাওলি দ্বিতীয় মেয়াদে সেভিয়ার দায়িত্বে ফেরার পর থেকেই অপরাজিত থাকা দলটি ম্যাচকে প্রায় সমতায় শেষের পথেই নিয়ে যাচ্ছিলো।
তবে শেষ মুহুর্তে লুকাস ও ভালভের্দে জ্বলে উঠায় রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৭৯তম মিনিটে লুকাস ভাসকেজের গোলে আবারো এগিয়ে যায় রিয়াল। এর মিনিট তিনেক পরেই ম্যাচের ৮১তম মিনিটে ফেদে ভালর্ভেদে ব্যবধান বাড়িয়ে নেন। রিয়াল এগিয়ে যায় ৩-১ গোলে।
সবশেষ টানা সাত ম্যাচ সেভিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। লা লিগায় বার্সার চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০