তিন শিরোপা জেতা সাদিও মানেই সেরা

0
25

স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলকে জিতিয়েছেন আফ্রিকান নেশন্স কাপ। ক্লাব ফুটবলেও ছিলেন দারুণ।  গত মৌসুমে তিন শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়ে নেশন্স কাপ, লিভারপুলের হয়ে এফএ কাপ ও লিগ শিরোপা জেতা সাদিও মানেই হলেন আফ্রিকান বর্ষসেরা ফুটবলার।

দলবদলের বাজারে লিভারপুল চেড়ে বায়ার্নে যোগ দিয়েছেন সাদিও মানে। আফ্রিকান বর্ষসেরা দৌড়ের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তিন জান। মিসরের মোহাম্মদ সালাহা, সেনেগালের এর্দুয়ান্দু মেন্দি ও সাদিও মানে।

মরক্কোর রাজধানীতে সাদিও মানের হাতে তুলে দেওয়া হয়েছে বর্ষসেরার পুরস্কার। জার্মান ক্লাব বায়ার্নের প্রথম কোনো ফুটবলার যিনি আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছেন। ২০১৯ সালে প্রথমবার আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জেতার পর এবার দ্বিতীয়বার জিতলেন এই পুরস্কার।

আফ্রিকান এই বর্ষসেরার পুরস্কার দু’বার করে জিতেছেন ছয়জন ফুটবলার। ষষ্ঠ ফুটবলার হিসেবে দু’বার সাদিও মানের হাতে উঠলো বছর সেরা ফুটবলারের খেতাব। গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মানে। ক্লাব ফুটবল ও জাতীয় দলেও ছিলেন দারুণ তিনি।

লিভারপুলের হয়ে ৩৩টি গোল করেছেন। ১৬টি গোল ছিলো প্রিমিয়ার লিগে। এফএপ কাপ ও লিগ কাপও জিতেছেন অলরেডসদের হয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও টেনে নেন দলকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here