স্পোর্টস ডেস্কঃ ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না জিম্বাবুয়ের। তীরে এসে তরী ডুবল সিকান্দার রাজা-শন উইলিয়ামসদের। মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ রোডেশিয়ানদের। নিজেদের মাঠে আজ হেরে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেল জিম্বাবুয়ে। ৩১ রানে হেরে নেট রান রেটে চতুর্থস্থানে থাকা নেদারল্যান্ডসের চেয়েও পিছিয়ে পড়েছে জিম্বাবুয়ে।
বুলাওয়ের কুইন্স পার্কে স্কটল্যান্ডের করা ২৩৫ রানের লক্ষ্য তাড়ায় ২০৩ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দুই ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইড ও ম্যাথিউ ক্রস দারুণ শুরু এনে দেন স্কটিশদের। ৫৬ রান যোগ করেন তারা। ২৮ রান করে ম্যাকব্রাইড চাতারার বলে বোল্ড হলে ভাঙে এই জুটি। দলীয় ১০২ রানে আরেক ওপেনার ক্রস বিদায় নেন ৩৮ রান করে। তিনি বোল্ড হন শন উইলিয়ামসের বলে।
ব্রেন্ডন ম্যাকমুলেন ৩৪ ও রিচি বেরিংটন ৭ রান করেন। জর্জ মুনশি ৩১ রান করেন। ক্রিস গ্রেভসও দ্রুত বিদায় নেন। এরপর মাইকেল লাস্ক ও মার্ক ওয়াটের জুটিতে ৪৬ রান যোগ হয় স্কোরকার্ডে। ৩৪ বলে দলীয় সর্বোচ্চ ৪৮ রান করে চাতারার শিকারে পরিণত হন লাস্ক। দারুণ ইনিংসটি তিনি সাজান ৩ চার ও ২ ছয়ে।
১৫ বলে ২১ রান করেন ওয়াট। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান করে স্কটল্যান্ড। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন উইলিয়ামস। ২ উইকেট নেন টেন্ডাই চাতারা। রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। ইনিংসের প্রথম বলেই জয়লর্ড গাম্বিকে হারায় স্বাগতিকরা। তিনে নামা ক্রেইগ আরভিনও বেশিক্ষণ টিকতে পারেন নি।
দারুণ ছন্দে থাকা শন উইলিয়ামসও আজ ব্যর্থ। মাত্র ১২ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর ইনোসেন্ট কাইয়াকে ফিরিয়ে জিম্বাবুয়ের টপ অর্ডারে ধস নামায় স্কটিশরা। দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া স্বাগতিকদের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। তারা দুজনে মিলে জিম্বাবুয়েকে বেশ ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন। তবে ক্রিস গ্রিভসকে উড়িয়ে মারতে গিয়ে উইকেট দিয়ে জিম্বাবুয়েকে বিপাকে ফেলেন রাজা।
৩৪ রান করেন রাজা। এরপর ওয়েসলে মাধেভেরেকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের আশা বাঁচিয়ে রাখেন বার্ল। ৫৩ বলে তুলে নিয়েছেন কার্যকরী হাফ সেঞ্চুরিও। তবে দারুণ ব্যাটিং করতে থাকা মাধেভেরে ৪০ রানে আউট হলে আবারও বিপাকে পড়ে স্বাগতিকরা। ওয়েলিংটন মাসাকাদজা-রিচার্ড এনগারাভা তেমন কিছুই করতে পারেননি।
৮ উইকেট হারানোর পর লিস্ককে আক্রমণ করতে গিয়ে আউট হয়েছেন ৮৩ রান করা বার্ল। শেষ জুটিতে ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা মিলে ৬ রান যোগ করেন। স্কটল্যান্ডের হয়ে সোলে তিনটি, ম্যাকমালেন আর লিস্ক নিয়েছেন দুটি করে উইকেট। এদিকে ৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে উঠে এসেছে স্কটল্যান্ড (০.২৯৬)।
জিম্বাবুয়েরও পয়েন্ট ৬। তবে রান রেটে তারা অনেক পিছিয়ে, -০.০৯৯। স্কটল্যান্ডের সঙ্গে সম্ভাবনা এখনও বেঁচে আছে নেদারল্যান্ডসের (-০.০৪২), তাদের পয়েন্ট ৪। ডাচদের পরের ম্যাচ স্কটিশদের সঙ্গে, সুপার সিক্সে দুই দলেরই যা শেষ ম্যাচ। এই ম্যাচ জিতলেই বিশ্বকাপে যাবে স্কটল্যান্ড, রান রেট ভালো থাকায় সুযোগ থাকবে কম ব্যবধানে হারলেও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post