তুমুল ঝড়ের কবলে ভারত-পাকিস্তান মহারণ, বন্ধ খেলা

0
34
ছবিঃ পিসিবি।

স্পোর্টস ডেস্কঃ হুট করে তুমুল ঝড়-বৃষ্টিতে বন্ধ হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যকার মহারণ। ২৪.১ ওভার পরই খেলা বন্ধ হয়ে যায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। দিনের বেলাতেই তৈরি হয়ে গেছে রাতের আবহ। ফ্লাডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ীয়ই বাঁধাগ্রস্থ হয়েছে ম্যাচ। আপাতত বন্ধ রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলা। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহ ছিল ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। লোকেশ রাহুল ১৭ ও বিরাট কোহলি ৮ রান করে অপরাজিত আছেন।

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল মিলে ১৬.৪ ওভারে ১২১ রান করেন উদ্বোধনী জুটিতে।

৪৯ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৬ রান করে রোহিত আউট হলে সেই জুটি ভাঙে। বিধ্বংসী হয়ে উঠতে শুরু করেন রোহিত। এরপর দ্রুতই ফেরেন আরেক ওপেনার শুভমান গিল। দলীয় ১২৩ রানের মাথায় যখন তিনি আউট হন, তখন তার নামের পাশে ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৮ রান। শুভমানের ইনিংসটি ছিল দৃষ্টিনন্দন।

দুই ওপেনার দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন কোহলি ও রাহুল। তবে বৃষ্টিতে আপাতত বন্ধ খেলা। যদি আজকের দিনে খেলা মাঠে গড়ানো আর সম্ভব না হয়, তাহলে আগামীকাল আবার মাঠে গড়াবে ম্যাচ। কেননা রিজার্ভ ডে রাখা হয়েছে ভারত-পাকিস্তান লড়াইয়ের জন্য। তাই ম্যাচ হওয়া নিয়ে দুঃশ্চিন্তার খুব একটা কারণ নেই।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here