স্পোর্টস ডেস্কঃ তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত ৭ হাজার ৮০০ জন নিহত হওয়ার খবর জানা গেছে। ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছেন কয়েক হাজার সদস্য।
ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের এক গোলরক্ষক প্রাণ হারিয়েছেন। তাঁর নাম আহমেত ইউপ তুরকাসলান। তুরস্কের দ্বিতীয় বিভাগের দল ইয়েনি মালাতইয়াসপরে খেলতেন তিনি। জানা গেছে, ভূমিকম্প আঘাত হানার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে ধ্বংসস্তূপ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আহমেত ইউপের প্রাণ হারানোর বিষয়টি ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তুরস্কের দ্বিতীয় বিভাগের দলটিতে ২০২১ সালে এই ক্লাবে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষক। ক্লাবের হয়ে খেলেছেন ৬টি ম্যাচ। ৭ ফেব্রুয়ারি প্রাণ হারান তিনি।
সোমবার ভোরের দিকে যখন মানুষজন ঘুমিয়ে ছিলেন ঠিক তখনই আঘাত হানে এই ভূমিকম্পে। ইউএসজিএস জানায়, সোমবার স্থানীয় সময় ৪টা ১৭ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post