স্পোর্টস ডেস্কঃ বড় জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান অনূর্ধ্ব-১৭ দলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রাব্বানি ছোটনের দল। ম্যাচের দুই অর্ধে তিনটি করে গোল আদায় করে নেয় লাল সবুজের প্রতিনিধিরা।
বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই দুটি গোল পেয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে পুজা দাস দলকে এগিয়ে নেওয়ার দুই মিনিট পর ফ্রি কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা। প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক রুমা আক্তারের গোলে স্কোরলাইন হয় ৩-০। আর এই স্কোর লাইন রেখে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৫৩তম মিনিটে পূজা নিজের দ্বিতীয় গোলটি করেন। সাত মিনিট পর পেনাল্টি থেকে সুরভি আকন্দ প্রীতি জাল খুঁজে নেন। বদলি নামা তৃষ্ণা রানী ৮২তম পেনাল্টি থেকেই দলের ষষ্ঠ গোলটি করেন। বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ও শেষ ম্যাচ ৩০ এপ্রিল। ডি’ গ্রুপের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post