নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লড়ছে আবাহনী লিমিটেড ও সিটি ক্লাব। সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি সিটি ক্লাব। ৩৯.২ ওভারেই মাত্র ১৭২ রানে অলআউট হয়ে পড়েছে দলটি।
টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভালোই হয় সিটি ক্লাবের। ৩৯ রানের উদ্বোধনী জুটির পর ৮৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় দলটি। তবে এরপর হারিয়ে ফেলে খেই। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত গুঁটিয়ে যায় দলীয় দুইশ রানের আগেই।
সিটি ক্লাবের হয়ে একাই ৭৯ রানের ইনিংস খেলেন ওপেনার তৌফিক খান তুষার। ঝড়ো ব্যাটিংয়ে ৫১ বলে ৭ বাউন্ডারি ও ৬ ছক্কার মারে নিজের ইনিংসটি সাজান তুষার। অনেকটা কাছে গিয়েও সেঞ্চুরি মিস করেছেন। এর বাইরে ২২ রান আসে আব্দুল্লাহ আল মামুনের ব্যাট থেকে।
আবাহনীর হয়ে একাই ৪ উইকেট শিকার করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তানভীর ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত ২টি করে উইকেট লাভ করেন।
১৭৩ রানের মাঝারি মানের লক্ষ্যে এখন ব্যাট করছে আবাহনী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা