তৃতীয় ওয়ানডের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আফিফ-শরিফুলকে

0
59

নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল‌্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দলে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার ঘোষিত দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে দুই ক্রিকেটার আফিফ হোসেন ও শরিফুল ইসলামকে। দুজনকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে সিলেট থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আফিফ-শরিফুলকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘এক ম্যাচের (তৃতীয় ওয়ানডে) জন্য এত বড় দল রেখে লাভ নেই। ওরা যেহেতু খেলবে না, অযথা এখানে না থেকে ঢাকা লিগের ম্যাচ খেলুক, ওদের জন্যই ভালো হবে। টি-টোয়েন্টি দলের বিবেচনায় ওরা থাকবে, পরের সিরিজেও বিবেচনায় থাকবে।’

তবে, ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মেহেদী হাসান মিরাজ আগের দুই ম্যাচ খেলতে না পারলেও তৃতীয় ওয়ানডের দলে তাঁকে রাখা হয়েছে। সিলেটে প্রথম ম্যাচে ১৮৩ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সোমবার তারা ৩৪৯ রান তুললেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় পরে। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার।

বাংলাদেশের স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাদিজুর রহমান, হাসান মাহমুদ, রনি তালুকদার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here