স্পোর্টস ডেস্ক: সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের এই দলে পেসার রুবেল হোসেনের জায়াগায় সুযোগ পেয়েছেন স্পিনার মোশাররফ হোসেন রুবেল।
এরই মধ্যে সিরিজে এক জিতে আর এক ম্যাচে হেরে বাংলাদেশ আছে কঠীন চাপে। তৃতীয় ম্যাচ জিতলে সিরিজ জয়, আর হারলেই সিরিজ হাতছাড়া।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০