স্পোর্টস ডেস্ক:: সিরিজ জয় নিশ্চিত হয়েছে। এবার নিজের অবস্থান থেকে সরে এসেছেন তামিম ইকবাল। সিরিজের শেষ ম্যাচ সুযোগ মিলছে এনামুল হক বিজয়সহ আরো কয়েক জনের। দ্বিতীয় ম্যাচ শেষেই তামিম ইকবাল জানিয়েছেন এই তথ্য।
সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে ৬ উইকেটের ব্যবধানে। এরপরই একাদশে এনামুল হক বিজয় না থাকা নিয়ে প্রশ্নের জবাবে তামিম জানিয়ে ছিলেন, বহু দিন থেকে দলে থাকা কাউকে রেখে দলে আসা নতুন কাউকে তিনি সুযোগ দিতে চান না। যারা আগ থেকে দলে ছিলেন, তারা আগে যথেষ্ট সুযোগ পাবেন। তারপর আসবে নতুনদের সুযোগ।
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, পরবর্তী ম্যাচে অন্যদের সুযোগ দেওয়া হবে। যারা একাদশে সুযোগ পাচ্ছেন না। তার মতে- নিরাপদ জায়গায় সিরিজ গেলে তবেই পরীক্ষা-নিরীক্ষা চালানো উচিত।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি আইসিসির সুপার লিগের অন্তর্ভূক্ত নয়। তাই সিরিজের শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আসছে। এরকম ম্যাচে, সিরিজ জয় নিশ্চিতের পর অন্যদের দেখার সুযোগ হল বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় এক দিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কতা বলেন টাইগারদের ওয়ানডে দল নেতা তামিম ইকবাল।
তামি ইকবাল বলেন, ‘আমার কাছে এখন সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে হয়, এখন আমাদের সময় এসেছে বেঞ্চে থাকা অন্যদের দেখার জন্য। নরমালি যখন পয়েন্টের খেলা হয়, তখন ওরকম সুযোগ থাকে না, বাট এরকম সিরিজে যদি আপনি আপ টু নিল হয়ে যান, তখন যারা খেলে নাই, অথবা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া। এটার জন্য যদি ধরেন আমারও এক’দুটা ম্যাচ মিস করতে হয় আমি মনে করি সেটা ভাল। কারণ এই জায়গায় যদি আমরা বেঞ্চে থাকাদের না দেখি, তাহলে আসলে দেখবটা কখন? একাদশের প্লেয়ার কেউ যদি ইনজুরি হয়ে যায়, তখন একটা ছেলে যদি ম্যাচ ছাড়া এসে খেলে তখন সেটা কঠীন। নেক্সট ম্যাচে এরকমটা দেখতে পারেন যে, যারা খেলে নাই ওরা খেলবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০