নিজস্ব প্রতিবেদক: প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি করলেন সিলেটের তরুণ ক্রিকেটার জাকির হাসান। মঙ্গলবার সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত জাতীয় লিগের ম্যাচে রংপুরের বিপক্ষে নিজের তৃতীয় শতকের দেখা পান তরুণ এই ক্রিকেটার।
জাকির হাসান এর আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ১টি ও জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)-এ একটি করে সেঞ্চুরি করে ছিলেন। মঙ্গলবার সিলেটের হয়ে রংপুরের বিপক্ষে নিজের তৃতীয় সেঞ্চুরি আদায় করেন নেন তিনি।
জাকির সেঞ্চুরির ইনিংসটি ৮ চার, ১ ছয়ে সাজানো। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাকির ব্যাট করছিলেন। তার সংগ্রহ ২০০ বলে ১১২ রান। সিলেটের দলীয় সংগ্রহ ৯২ ওভারে ২৪৬ রান।
সকাল পৌনে ১০ টা পর্যন্ত প্রথম ইনিংসে রংপুরের ২১৭ রানের জবাবে ২৯ রানের লিড নিয়ে ব্যাটিং করছে সিলেট। হাতে এখনো দুই উইকেট আছে।
সিলেটের হয়ে অলক কাপালী ২৫, তান্না ২৩, শানাজ ৩৫ রান, আবুল হাসান রাজু ২২, শানুর ৬, রুমান ৮ রান করেন।
রংপুরের হয়ে সাজিদুল ২টি, তানভীর হায়দার ২টি, মাহমুদুল হাসান ২টিম, উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে দেখেশুনেই এগুচ্ছিলো রংপুরের উদ্বোধনী জুটি। রংপুের দলীয় স্কোর যখন বিনা উইকেটে ৬৯ তখনি সিলেটকে বেক থ্রু এনে দেন গত ম্যাচে অভিষেক হওয়ার সিলেটের তরুণ বোলার শাহনুর। ৩২ রান করা রংপুরের উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন শাহনুরের শিকার হয়ে সাজঘরে ফিরে যান।
প্রথম উইকেট হারানোর পর খেই হারিয়ে ফেলে রংপুরের ব্যাটসম্যান। সিলেটর বিধ্বংসী বোলিংয়ে দলীয় স্কোর ১শ পর হওয়ার আগেই ৪ জন ব্যাটসম্যান প্যাভালিয়ানে ফেরেন। সোমবার সকালে ২শ১৭ রানেই আটকে যায় রংপুরের ইনিংস।
রংপুরের জাহিদ ৩৯, মাহমুদুল হাসান ৫, আরিফুল হক ১৬, নবীন ৩১ রান, ধীমান ঘোষ ৪৫ রান করেন। ব্যক্তিগত ২১ রানে অপরাজিত আছেন সোহরাওয়ার্দী শুভ।
সিলেটের হয়ে অধিনায়ক অলক কাপালী ৩টি, তরুণ স্পিনার শাহনুর ৩টি, আবুল হাসান ২টি, নাসুম আহমদ ১টি, রাহী ১ টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০