থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের পথ সহজ করলো ভারত

0
95

নিজস্ব প্রতিবেদক:: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশের সেমিফাইনাল নিয়ে শঙ্কা জাগে। নারীদের এশিয়া কাপে খেলতে হলে টাইগ্রেসদের জিততে হবে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে। থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সেমির পথ সহজ করে দিয়েছে ভারত।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। অথচ ঘরের মাঠে এখন তাদের সেমিফাইনাল খেলাই শঙ্কায় পড়েছে। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ডি/এল মেথডে ৩ রানে হেরেছে। ম্যাচটি জিতলে স্বাগতিক টাইগ্রেসদের জন্য সেমির পথটা সহজ হয়ে যেতো।

সেমিফাইনালের জন্য বাংলাদেশকে এখন আগামিকাল মঙ্গলবার জিততে হবে সংযুক্ত আরব-আমিরাতের বিপক্ষে। তার আগে আজ সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের পথ সহজ করে দিয়েছে ভারত।

নারীদের এশিয়া কাপের পয়েন্ট টেবিলে সবার শীর্ষে আছে ভারত। পাঁচ ম্যাচের চার ম্যাচ জেতা দলটির পয়েন্ট ৮। দুই থাকা পাকিস্তানও পাঁচ ম্যাচের চার ম্যাচ জিতেছে। তাদেরও পয়েন্ট আট।

তিনে থাকা শ্রীলঙ্কারও সেমিফাইনাল নিশ্চিত। লঙ্কান মেয়েরাও পাঁচ ম্যাচের চারটি জিতেছেন। তাদেরও পয়েন্ট ৮। চারে আছে থাইল্যান্ড। পাঁচ ম্যাচের তিন ম্যাচ জেতা দলটির পয়েন্ট ৬। পাঁচে থাকা বাংলাদেশ পাঁচ ম্যাচের দুইটি জিতেছে। তাদের পয়েন্ট ৪।

থাইল্যান্ড ও ভারত নিজেদের শেষ ম্যাচ খেলেছে। থাই মেয়েরা হেরে যাওয়াতে তাদের পয়েন্ট ছয়েই থেকে গেছে। আগামিকাল আরব-আমিরাতের বিপক্ষে জিতলে তাদের পয়েন্টও ৬ হয়ে যাবে। রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশ তখন সেমিতে খেলতে পারবে।

সোমবার ফেবারিট ভারতীয় মেয়েদের কাছে পাত্তাই পায়নি তারা। স্মৃতি মান্দানার দল ৯উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে থাই মেয়েদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা থাইল্যান্ডকে মাত্র ৩৭ রানেই গুটিয়ে দেয় ভারত। টস হেরে ব্যাট করতে নামা থাই মেয়েরা ভারতীয় মেয়েদের বোলি তোপে দাঁড়াতেই পারেনি।

থাই মেয়েদের মাত্র একজন ব্যাটার এক অঙ্কের কোটা পেরিয়েছেন। ইনিংস সর্বোচ্চ ১২ রান করেছেন না নান্নাপাথ। ১৯ বলের ইনিংসে একটি চারও হাঁকিয়েছেন এই ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান করেছেন নাথাকান। ১১ বলের ইনিংসে তিনিও একটি বাউন্ডারি হাঁকিয়েছেন। ১৫.১ ওভারে ৩৭ রানেই থেমে যায় থাইল্যান্ডের ইনিংস।

ভারতের হয়ে শেন রানা ৩টি, দীপ্তি শর্মা ও গায়েকওয়ার্ড ২টি করে উইকেট লাভ করেন।

মাত্র ৩৮ রানের লক্ষ্য এক উইকেট হারিয়ে টপকে যায় ভারতের মেয়েরা। ৬ ওভারেই তুলে নেয় ৪০ রান। ভারতীয় ওপেনার শেফালি ভর্মা ৮ রানে ফিরেন সাজঘরে। ২০ রানে মেঘনা ও ১২ রানে পূজা অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

থাইল্যান্ডের হয়ে নাথায়া ১টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here