স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। সোমবার অনুষ্ঠিত সেমি ফাইনালে স্বাগতিকরা হারিয়েছে থাইল্যান্ডকে। ৪৫-২৬ পয়েন্টের সেই জয়ে বাংলাদেশের আগামী কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়াও নিশ্চিত হয়েছে।
রাজধানীর পল্টনে ভলিবল স্টেডিয়ামে শুরুতে সমান সমান লড়াই হচ্ছিল দুই দলের। একটা পর্যায়ে এগিয়েও যায় থাই দল। তবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ শিবির। প্রথমার্ধতে ১৭-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় বাংলাদেশ। তেমন আহামরী কোনো প্রতিরোধ করতে পারেনি অতিথিরা। এই অর্ধে বাংলাদেশ লাভ করে ১৮ পয়েন্ট, বিপরীতে থাইল্যান্ড আদায় করে নেয় ১৫ পয়েন্ট। যার ফলে শেষ পর্যন্ত ৪৫-২৬ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
আর এই জয়ে ২০২৪ কাবাডি বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের (আইকেএফ) সিদ্ধান্ত অনুযায়ী এই টুর্নামেন্ট এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই হিসেবে বিবেচিত হবে। আসরের সেরা দুই দল পাবে বিশ্বকাপে খেলার সুযোগ। আর তাই ফাইনালে উঠে যাওয়ায় বিশ্বকাপে খেলাও নিশ্চিত করলো তুহিন-রাসেলরা।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে আগামী ২১, মার্চ মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post