স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লাহিরু থিরিমান্নে। অবসরের কারণ উল্লেখ না করে ধোঁয়াশা রেখে যান বাঁহাতি এই ব্যাটার। গত ২৩ জুলাই নিজের সামাজিক মাধ্যমে নিজের বিদায় নেওয়ার সিদ্ধান্তটি নিশ্চিত করেন লঙ্কান এই ক্রিকেটার।
এদিকে শুক্রবার (গতকাল) থিরিমান্নের অবসর সিদ্ধান্তের কাগজ গ্রহণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি সকল প্রকার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার লাহিরু থিরিমান্নের সিদ্ধান্তকে মেনে নিয়েছে।’
২০১০ সালে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থিরিমান্নের। পরের বছর সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক। এরপর ২০১২ সালে তাঁর অভিষেক হয় টি-টোয়েন্টিতে। অবসরের আগে তিনি খেলেছেন মাত্র ২৬টি ম্যাচ।
অবসর প্রসঙ্গে থিরিমান্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘গত কয়েক বছর ধরে দেশকে প্রতিনিধিত্ব করাটা ছিল পরম সম্মানের। খেলাটি বছরের পর বছর আমাকে অনেক কিছু দিয়েছে। অবশ্য অনেক মিশ্র অনুভূতিও রয়েছে, তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করছি। যা এখন থেকে কার্যকর হবে।’
৪৪ টেস্টের ৮৫ ইনিংসে ২৬.৪৩ গড়ে ২০৮৮ রান করেছেন থিরিমান্নে। ১২৭ ওয়ানডেতে ৩৪.৭১ গড়ে তাঁর রান ৩১৯৪। ২৬ টি-টোয়েন্টিতে তিনি ১৬.১৬ গড়ে করেছেন ২৯১ রান, স্ট্রাইক রেট ১০৮.৯৮। শ্রীলঙ্কাকে ৫টি ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন। এবার সরে গেলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post