নিজস্ব প্রতিবেদক:: সিরিজ নির্ধারণী ম্যাচে নুয়ান থিসারার হ্যাটট্রিকে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। লঙ্কান পেসার তিন বলে তিন উইকেট নিয়ে নিজেদের জয়ের সম্ভাবনা জাগিয়েছেন।
১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ চার উইকেট হারিয়ে ধুঁকছে। ইনিংসের চতুর্থ ওভারে টানা তিন বলে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহকে ফিরিয়েছেন এই পেসার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশেরসংগ্রহ ৪.১ ওভারে ১৫ রানে চার উইকেট। ৩ রানে সৌম্য ও শুন্য রানে জাকের অপরাজিত আছেন।
ইনিংসের শুরুতেই বাংলাদেশ ওপেনার লিটন দাসকে হারায়। দলীয় ১৩ রানের মাথায় ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ধনাঞ্জয়া ডি সিলভার শিকারে সাজঘরে ফেরার আগে ১১ বলে ৭ রান করেন।
দ্বিতীয় উইকেটে মাত্র দুই রান যোগ করতেই সাজঘরে ফিরেন তিনে নামা অধিনায়ক শান্ত। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত ১ রানে থিসারা ভেঙে দেন তার স্ট্যাম্প।শান্তর বিদায়ের পর উইকেটে আসা তাওহীদ হৃদয়ও একই পরিণতি বরণ করেন। শুন্য রানে বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরেন তিনি। তার বিদায়ের পর উইকেটে আসা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন থিসারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নামা লঙ্কানরা শুরুতেই উইকেট হারায়। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ১৮ রানের মাথায় ধনাঞ্জয়া ডি সিলভা সাজঘরে ফিরেন তাসকিনের শিকারে। মাত্র ৮ রান করেন এই ওপেনার।
তবে আরেক ওপেনার কুশল মেন্ডিস শুরু থেকেই ঝড় তুলেন।সমান ছয়টি করে বারটি চার-ছক্কার ইনিংসে তিনি ৮৬ রান করেন। ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন দলীয় ১৪০ রানে।১৫৬’র বেশি স্ট্রাইক রেটে ৫৫ বলে সাজান নিজের ইনিংসটি।
মেন্ডিস ছাড়া বলার মতো রান করতে পারেননি লঙ্কান কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন শেষ দিকে নামা দাসুন শানাক।দুই ছয় ও এক চারের ইনিংসে খেলেছেন নয়টি বল। এছাড়া ১৫ রান করেছেন অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা। তাতেই নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৪ রান তুলে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে তাসকিন ও রিশাদ ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post