স্পোর্টস ডেস্কঃ নুয়ান থুসারা সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ব্যবধান গড়ে দিলেন। বাংলাদেশের ব্যাটারদের নাকানিচোবানি খাইয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছেন লঙ্কান এই পেসার। তার ফলে গত কাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটা ২৮ রানে হেরেছে বাংলাদেশ।
আগে ব্যাট করা ১৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ম্যাচের চতুর্থ ওভারে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। এক ওভারের মধ্যে তিন ব্যাটারকে টানা তিন বলে আউট করে হ্যাটট্রিক করেন থুসারা। তিন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। সেই এক ওভারেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
সিরিজ জয়ের পর সামাজিক মাধ্যমে লঙ্কান পেস গ্রেট লাসিথ মালিঙ্গা লিখলেন, মাতিশা পাথিরানা ও নুয়ান থুসারাকে তিনি আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে দেখতে চান। মালিঙ্গা বলেন, নুয়ান থুসারার হ্যাটট্রিক ও আজকের চোখধাঁধানো পারফরম্যান্স নিশ্চয়ই বিশ্বকাপ দলে তার জায়গা নিশ্চিত করে দিল পাথিরানার সঙ্গে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণগুলোর একটি হিসেবে দারুণভাবে গড়ে উঠছে আমাদের বোলিং আক্রমণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post