স্পোর্টস ডেস্ক:: চেমসফোর্ডে বৃষ্টি থেমেছে। মাঠ কর্মীরা উইকেটের কাভার তুলে নিয়েছেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু করতে চলছে মাঠ শুকানোর কাজ। কিছু সময়ের মধ্যেই আম্পায়াররা মাঠ পরিদর্শন করে টসের সময় জানাবেন।
বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। কিন্তুু ম্যাচ শুরুর আগ থেকেই চেমসফোর্ডের আকাশে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যায়নি। ম্যাচটি শুরু হতে তাই বিলম্ব হচ্ছে
আইসিসির সুপার লিগের অন্তর্ভূক্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে পণ্ড হয়েছে। বাংলাদেশ দল আগে ব্যাট করে পুরো ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পায়। আইরিশদের ব্যাটিং ইনিংসের ১৬.৩ ওভার পরেই বৃষ্টি শুরু হলে ম্যাচটি পণ্ড হয়ে যায়।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১৪ মে অনুষ্টিত হবে। বৃষ্টির শঙ্কায় আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের মাঠে সিরিজটি আয়োজন করেনি। বৃষ্টি থেকে বাঁচতে ইংল্যান্ডের চেমসফোর্ডে সিরিজটি আয়েজান করে আইরিশিরা। তবুও রেহাই মিলছে না বৃষ্টির হাত থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০