থেমেছে বৃষ্টি, সরিয়ে নেওয়া হয়েছে কভার

0
94

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানে মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি বাঁধা এসেছে। হুট করে শুরু হওয়া সেই তুমুল বৃষ্টি থেমেছে। সিলেটের আকাশ এখন অনেকটাই পরিষ্কার।

বৃষ্টি না থাকায় উইকেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে কভার। আর একইসাথে শুরু হয়েছে মাঠ খেলার জন্য উপযোগী করার কাজ। অনফিল্ড আম্পায়ারদের পৌনে ৮টার দিকে মাঠ পরিদর্শন করার কথা রয়েছে। এরপরই খেলা শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আফগান দলের সবশেষ সংগ্রহ ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান। মোহাম্মদ নবি ১১ ও ইব্রাহিম জাদরান ১১ রান করে অপরাজিত আছেন।

টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের শুরুতেই আফগানিস্তানকে চেপে ধরে বাংলাদেশ দল। একেবারে প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাসকিন আহমেদ।

ওভারের পঞ্চম বলে তাসকিনকে উড়িয়ে মারার চেষ্টা করেন গুরবাজ। কিন্তু সেটি সরাসরি উপরে ওঠে যায়। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে উইকেটের দেখা পান তাসকিন। ঠিক আগের বলেই ব্যাটার কানায় লেগে থার্ড ম্যান অঞ্চল দিয়ে তাসকিনকে ছয় হাঁকান গুরবাজ। বাংলাদেশের স্পিড স্টার সেটিরই প্রতিশোধ নিয়েছেন যেন। গুরবাজ আউট হন ৫ বলে ৮ রান করে।

এই উইকেটের মধ্য দিয়ে নতুন মাইলফলকেও নাম লেখান বাংলাদেশ পেসার। তাসকিনের এটি টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০তম উইকেট। টাইগারদের তৃতীয় বোলার ও দ্বিতীয় পেসার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

পরবর্তীতে ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরও এক উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার। ওভারের চতুর্থ বলে গুড লেন্থ ডেলিভারি খোচা দিয়ে থার্ড ম্যান অঞ্চলে খেলতে চান হযরতউল্লাহ জাজাই। তবে এই বাঁহাতি ওপেনারের ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে থাকা লিটন দাসের হাতে ক্যাচ ওঠে যায়। আর এতেই উচ্ছাসে মাতে পুরো বাংলাদেশ দল।

পাওয়ার প্লে’র শেষ ওভারে মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভার করতে এসে ১২ রান খরচ করেন। আর এতেই পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। এরপরও ইকোনোমি রেট ৬’র নিচে ছিল দলটির। নবি ও ইব্রাহিম মিলে ইনিংস মেরামতের কাজ করার চেষ্টা করছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here