নিজস্ব প্রতিবেদকঃ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। দুই দলের লড়াইয়ের দ্বিতীয় দিনের খেলা বন্ধ রয়েছে এখন। বৃষ্টিতে খেলা হচ্ছে না। তবে নতুন সুসংবাদ সিলেটের আকাশে।
প্রথম দিন ২২ ওভার আগেই শেষ হয়েছে দিনের খেলা। তাই দ্বিতীয় দিনে আগেভাগেই শুরু করে দেওয়া হয় খেলা। ৯টা ৪৫ মিনিটে শুরু হয় খেলা। কিন্তু খেলা শুরু হওয়ার মাত্র ৩৭ মিনিট পরই বন্ধ হয়ে যায়। বৈরি আবহাওয়ায় দেখা দেয় আলোক স্বল্পতা। আর এতেই ১০টা ২২ মিনিটে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ।
খানিক পরই বৃষ্টি নামে সিলেটের আকাশে। গুড়ি গুড়ি বৃষ্টিতে শুরু হয়ে যায় মধ্যাহ্ন বিরতি। তবুও খেলা শুরু করা সম্ভব হয়নি। এখন মধ্যাহ্ন বিরতি শেষের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির থেমে গেছে। আকাশ এখন অনেকটাই পরিষ্কার হয়ে আছে। উইকেট থেকে সরিয়ে ফেলা হয়েছে কভার।
যদিও এখন পর্যন্ত জানা যায়নি কখন শুরু হবে খেলা। অনফিল্ড আম্পায়ারদের পরিদর্শন শেষেই সেটি নিশ্চিত করা হবে।
বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে খেলা হয়েছে ৯ ওভার ১ বল। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত উইন্ডিজের সবশেষ সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৬৮ রান। অর্থাৎ, সকালে ব্যাটিংয়ে ৪৮ রান তুলেছে ক্যারিবিয়ানরা।
ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেন অ্যালিক স্টিভেন। তেজনারায়ণ চন্দরপল অবশ্য আগের দিনের মতোই ধীর স্থির ভাবে খেলছেন। এদিকে সকাল এসেই ফিফটি তুলে নিয়েছেন অ্যালিক স্টিভেন। সকালের সেশনের শুরুতেই একেবারে প্রথম ওভারে রেজাউর রহমান রাজাকে দুই বাউন্ডারি হাঁকান অ্যালিক। এরপর ৭১তম ওভারে এই রাজাকেই হাঁকান ছয়ও। এমন আক্রমণাত্বক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন অ্যালিক।
তিনি অপরাজিত আছেন ৭৯ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৬ রান করে। অপরদিকে তেজনারায়ণ চন্দরপল ২১৮ বল খেলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ৭৭ রান করে অপরাজিত আছেন।