স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে নিজেদের বার্তা জানান দিয়েছিল দলটি। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও, উগান্ডা ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার এইটে নাম লিখিয়েছে আফগানরা। সুপার এইটে এসেও নিজেদের চমক অব্যাহত রেখেছে রশিদ খানের দল।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও, অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আফগানিস্তান। রোববার সকালে অজিদেরকে ২১ রানে হারিয়ে সেমি ফাইনালের আশা টিকিয়ে রেখেছে দলটি। বিশ্বকাপে ঐতিহাসিক এই জয়ের কারিগর গুলবাদিন নাইব। ১৪৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১২৭ রানে গুঁটিয়ে দিতে নাইবের অবদানই বেশি। একাই ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন এই পেসার।
নাইবের দুর্দান্ত বোলিংয়ে পরাজয়ের মুখ দেখেছে অজিরা। এর আগে দুটি ভিন্ন বিশ্বকাপে জয়ের একেবারে কাছে গেলেও, সেটি পূরণ করতে পারেনি আফগানিস্তান। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৪ রানে হারতে হয়েছিল। আর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আগে ব্যাট করে ২৯১ রান করার পর বল হাতে মাত্র ৯১ রানেই অস্ট্রেলিয়ার সাত উইকেট তুলে নিয়েছিল আফগানরা। তবে এরপরই গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ২০১ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় তুলে নেয় অজিরা।
তবে এবারের বিশ্বকাপে আর সেরকমটা হতে দেয়নি আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়েই ক্ষান্ত হয়েছে। এমন ইতিহাস গড়া জয়ের পর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়েছেন তিনি। এমন একটা জয় আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে বড় অর্জন বলে জানিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। দলের প্রত্যেক খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টকেও প্রশংসায় ভাসিয়েছেন এর জন্য।
গুলবাদিন নাইব বলেন, ‘থ্যাংক গড, অবশেষে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারলাম! আফগানিস্তানের জন্য এটা বিশালএক অর্জন। আমাদের ক্রিকেট ইতিহাস দীর্ঘদিনের নয়, গেল দশ বছরেই যা কিছু অর্জন করেছি। এটা অনেক বড় এক অর্জন।’
নাইব আরও বলেন, ‘গত বিশ্বকাপেও আমরা ভালো খেলেছি। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছি। অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়ন দলকে এত বড় টুর্নামেন্টে হারালাম। এরকম দল ও এমন ম্যানেজমেন্ট পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post