স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় জয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার মাঠে গত রাতে অজিরা ম্যাচ জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। আগে ব্যাট করে প্রোটিয়াদের তোলা ৮ উইকেটে ১৬৪ রান মিচেল মার্শের দল টপকে গেছে ৩১ বল হাতে রেখেই। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা।
ডারবানে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে উড়ন্ত সুচনা এনে দেন টেম্বা বাভুমা। ১৭ বলে ৩৫ রান করে ফিরেন তিনি। এরপর দ্রুত ফিরেন রিজা হ্যান্ডরিক্স (৩) ও রসি ভ্যান ডান ডাসেন (৬)। আগের ম্যাচে অভিষেকে ব্যর্থ হওয়া ডেওয়াল্ড ব্রেভিস এদিন ফেরেন কোনো রান না করেই। ১০ রানের মধ্যে ৪ উইকেট হারানো স্বাগতিকদের এরপর পথ দেখান এইডেন মার্করাম ও ক্রিস্টান স্টাবস।
২০ বলে ২৭ রানকরেন স্টাবস। মার্করামের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৯ রান। তার ইনিংস ২টি ছক্কা ও ৩টি চার। আর তাতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অভিষেকে চার উইকেট নেওয়া অজি লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে এই ম্যাচে বসিয়ে রাখা হয়। অ্যাডাম জাম্পা তাঁর জায়গায় খেলে বেশ খরুচে বোলিং করেন। তবে ৩টি করে উইকেট নিয়েছেন শন অ্যাবোট ও নাথান ইংলিস।
রান তাড়া করতে নেমে ট্রাভিস হেডকে নিয়ে ৩২ রান যোগ করে ম্যাথু শর্ট। হেড ১৭ বলে ১৮ রান করে ফিরে গেলে মিচেল মার্শকে নিয়ে দ্বিতীয় উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়েন শর্ট। তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংস। এই ওপেনার ফিরে গেলেও জস ইংলিসকে নিয়ে অস্ট্রেলিয়াকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্শ। অজি অধিনায়কের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংস সাজানো ছিল ৬টি ছক্কা ও ৮টি চারে।
Discussion about this post