দক্ষিণ আফ্রিকায় হোয়াইটওয়াশ উইন্ডিজ

0
44

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশড হলো উইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েটের দল শনিবার ৩৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রেকর্ড গড়তে তো পারেইনি, হেরেছে ২৮৪ রানের বড় ব্যবধানে।

দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৩৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় উইন্ডিজ। ওপেনার তেজনারাইন চন্দরপল ২ রান করতে খেলেন ৩৬ বল। র‌্যামন রিফার, জার্মেইন ব্ল্যাকউউ, রোস্টন চেইস ও কাইল মেয়ার্সরা টেকেননি বেশিক্ষণ। ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১০৬ রানে।

জশুয়া দা সিলভা, জেসন হোল্ডার (১৯ বলে ১৯) ও আলজারি জোসেফ (১৩ বলে ১৮)। ৫২ বলে কিপার-ব্যাটসম্যান দা সিলভা করেন ৩৪ রান। তিনি ছাড়া আর কেউ বিশের ঘরে যেতে পারেননি।  সিমন হার্মার ও জেরাল্ড কোয়েটজি দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট।

এর আগে ৭ উইকেটে ২৮৭ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ১৭১ রান করা বাভুমা ফিরে যান শুরুতেই। চমৎকার এই ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন প্রোটিয়া অধিনায়ক। একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২৭৬ রান করা এইডেন মারক্রাম জেতেন সিরিজ সেরার পুরস্কার।

টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। ১৬ মার্চ থেকে শুরু হবে দু’দলের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ১৮ ও ২১ মার্চ। এরপর ২৫ মার্চ থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। ছোটো ফরম্যাটের এই সিরিজের বাকি দুই ম্যাচ ২৬ ও ২৮ মার্চ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here