স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে টানা দশমবারের মতো টেস্ট সিরিজ জয় করল দক্ষিণ আফ্রিকা। গায়ানা টেস্টে ক্যারিবিয়ানদের ৪০ রানে হারিয়ে নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে প্রোটিয়ারা। এটি ২০২৩-২৫ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জয়।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ জিততে উইন্ডিজকে ২৬৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ক্যারিবিয়ানরা ২২২ রানেই গুটিয়ে গেছে। প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা গতকাল তৃতীয় দিনের প্রথম সেশনে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২৪৬ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১৬০ রানেই গুটিয়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। যেখানে শামার জোসেফ ঘরের মাঠে অভিষেক টেস্ট খেলতে নেমেই পাঁচ উইকেট শিকার করেন। বিপরীতে ক্যারিবীয়রা তারচেয়ে ১৬ রানে (১৪৪) পিছিয়ে থেকে শেষ করে প্রথম ইনিংস। তাদের হয়ে জেসন হোল্ডার একমাত্র উল্লেখযোগ্য ৫৪ রান করেন।
পরবর্তীতে ১৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে সফরকারী দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে ফিফটি হাঁকান দুজন। অবশ্য তাদের শুরুটাই হয়েছিল দারুণভাবে। দুই ওপেনার টনি ডি জর্জি ও এইডেন মার্করাম মিলে ওপেনিং জুটিতে ৭৯ রান এনে দেন। ব্যক্তিগত ৩৯ রানে ডি জর্জিকে আউট করে তাতে লাগাম দেন স্বাগতিক পেসার জেইডেন সিলস। এই ইনিংসে তিনি একাই নিয়েছেন ৬ উইকেট।
প্রোটিয়াদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেন কাইল ভেরাইনে, ওয়াইন মুল্ডার ৩৪ রান করেন। এইডেন মার্করাম ফিফটি করে থেমেছেন ৫১ রানে। এরপর ত্রিস্তান স্টাবস ২৪ রান করেন। এরপর ২৬৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত করেন কাগিসো রাবাদা। ওপেনার মাইকেল লুইসকে ৪ রানের বেশি করতে দেননি তিনি। এরপর স্বাগতিকরা কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় ৫৪ রানের মাথায় মুল্ডারের এলবিডব্লিউর ফাঁদে পা দেন ক্রেইগ ব্রাথওয়েট (৫৫ বলে ২৫)।
এরপর পিচে টিকে থাকার চেষ্টা করেও ব্যর্থ হন কেসি কার্টি (৪৭ বলে ১৭), কাভিম হজ (৩৮ বলে ২৯) ও অ্যালিক অ্যাথানজে (৪৫ বলে ১৫)। ১০৪ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। সপ্তম উইকেটে গুদাকেশ মতি ও জসুয়া ডি সিলভা জুটিতে ইতিগড়া জয়ের দিকে হাঁটছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। ৭৭ রানের জুটি করেই ক্ষান্ত হন তারা। ফিফটির কাছাকাছি (৫৯ বলে ৪৫) গিয়ে মহারাজের এলব্ডিব্লিউয়ের ফাঁদে পড়েন মতি। আর ২৭ রানে থেমে যান ডি সিলভা। এরপর ৫০ বলে অপরাজিত ২৫ রান করেন জোমেল ওয়ারিকেন।
শামার জোসেফ ও জয়ডান সিলস উইকেট বিলিয়ে দিলে ২২২ রানেই থেমে যায় উইন্ডিজ। এদিকে সর্বশেষ ১৯৯২ সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল উইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওই সিরিজে একটি ম্যাচ খেলেছিল ক্যারিবিয়ানরা। এরপর ১০টি সিরিজ খেললেও আর জয়ের মুখ দেখেনি তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০