দক্ষিণ আফ্রিকার টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন ভারতীয় ক্রিকেটাররা!

0
24

স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেটারদের বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি নেই। তবে এবার তারা সেই অনুমতি পেতে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার অনমুতি মিলতে পারে। দেশটির গণমাধ্যম জানিয়েছে এমন তথ্য।

প্রোটিয়া ফ্র্যাঞ্চাইজি লিগে ছয় নেবে ছয়টি দল। দক্ষিণ আফ্রিকা বোর্ড এরই মধ্যে সব প্রস্তুুতি সম্পন্ন করেছে। ছয়টি দলেরই মালিকানা কিনেছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের মালিকরা। ফলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা চাইছেন, দেশটির ক্রিকেটাররা যেনো প্রোটিয়া লিগে খেলেন। আর সেজন্যই তাদের খেলার সুযোগ তৈরি হচ্ছে।

২০০৮ সালে ভারতে শুরু হয় আইপিএল। ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর পর বিশ্বের অন্যান্য দেশও এমন লিগ আয়োজন করে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, বাংলাদেশের বিপিএল, পাকিস্তানের এসপিএল, শ্রীলঙ্কার এলপিএলসহ নানা টুর্নামেন্ট আয়োজন হয়। এসব টুর্নামেন্ট বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা খেলেন। তবে আইপিএলের বাণিজ্যিক মূল্য ধরে রাখার জন্য বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের এসব লিগে খেলার অনুমতি কখনোই দেয়নি।

তবে এবার সাউথ আফ্রিকার টি-২০ লিগে ভারতীয় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মালিকরা মালিকানায় থাকায় তাদের খেলার সুযোগ হচ্ছে এমনটা জানিয়েছে দ্য হিন্দু। সিএসএ’র ফ্র্যাঞ্চাইজি লিগের ছয়টি দলের মালিকানা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলো ২৯টি প্রতিষ্ঠান। তবে প্রোটিয়া বোর্ড ছয়টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে তাদের সবগুলোই আইপিএলের। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক প্রতিষ্ঠান রিলায়েন্স কিনে নিয়েছে কেপ টাউনের ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের মালিক কিনেছে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি।

এছাড়া দিল্লি ক্যাপিটালসের মালিকাধীন প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টস কিনে নিয়েছে প্রিটোরিয়ার মালিকানা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি কিনেছে ডারবানের ফ্র্যাঞ্চাইজি, সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক প্রতিষ্ঠান সান টিভি কিনেছে পোর্ট এলিজাবেথ ও রাজস্থান রয়্যালসের মালিক প্রতিষ্ঠান রয়্যালস স্পোর্টস গ্রুপ কিনেছে পার্লের মালিকানা।

ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবেন কেবল প্রোটিয়ারা। কিন্তুু সবগুলো দলই পরিচালনা করবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। প্রোটিয়াদের নতুন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রধান করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সিএসএ’রও ক্রিকেট ডিরেক্টরও তিনি। পুরো টুর্নামেন্টের প্রধান হিসেবে কাজ করবেন স্মিথ।

আগামি বছরের শুরুতেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করতে চায় সিএসএ। শেষ হবে আইপিএল শুরুর আগেই। নিলামে সর্বোচ্চ দাম দিয়েই আইপিএলের ফ্র্যাঞ্চাই মালিকরা এই প্রোটিয়া লিগের দলগুলো কিনেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here