দক্ষিণ আফ্রিকার দুঃসংবাদ মার্করাম

0
9

স্পোর্টস ডেস্কঃ ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের জয় ৭ উইকেটের বড় ব্যবধানে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজকের জয়ে সিরিজে এগিয়ে গেল টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককরা। ভারতের করা ২১২ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা ছুঁয়ে ফেলে ৫ বল বাকি থাকতে।

সিরিজ শুরুর আগেই অবশ্য দুঃসংবাদ পায় দক্ষিণ আফ্রিকা। অলরাউন্ডার অ্যাইডেন মার্করাম করোনা আক্রান্ত হন। এজন্য তিনি খেলতে পারেন নি প্রথম ম্যাচে। তাঁর জায়গায় অভিষেক হয় ২১ বছর বয়সী ত্রিস্তান স্টাবসের। গত মাসে শেষ হওয়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বদলি ক্রিকেটার ছিলেন তিনি।

বৃহস্পতিবার টসের আগে মার্করামের অনুপস্থিতির কারণ জানানো হয়। যদিও সেখানে মার্করাম মেডিক্যালি ফিট নন বলে জানানো হয়। করোনার কথা উল্লেখ করা হয়নি। এই ডানহাতি ব্যাটসম্যানকে ছাড়া অবশ্য জিততে কষ্ট হয় নি প্রোটিয়াদের। ডেভিড মিলার ও র‍্যাসি ফন ডার ডুসেনের বিস্ফোরক এক জুটিতে বড় জয় পায় সফরকারীরা। টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ রান (২১২) তাড়া করে জয়ের নতুন রেকর্ড এটি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে জয় ছিল আগের রেকর্ড।

কটাকে দু’দলের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী ১২ জুন। পরেরটি মঙ্গলবার। সিরিজের শেষ দুই ম্যাচ আগামী ১৭ ও ১৯ জুন। রোববার কটাকে খেলে মঙ্গলবারের ভেন্যু ভিশাখাপান্তাম। পরের দুই ম্যাচ রাজকোট ও ব্যাঙ্গালোরে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here