স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি দক্ষিন আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দু’টি দল। টি-২০ বিশ্বকাপ শিরোপার স্বাদ নতুন কাউকে দেবে নাকি পুরনোদের হাতেই ফিরে যাবে? সেই প্রশ্ন সমর্থকদের।
২০০৭ সালে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপের প্রথম আসরই চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের শিরোপা আর কখনো জেতা হয়নি দলটির। দীর্ঘ দিনের শিরোপা খড়া আজ কাটাতে চাইবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। প্রথম চ্যাম্পিয়নের হাতেই কি তবে আবারো শিরোপা যাবে?
বলাটা যত সহজ হচ্ছে রোহিত শর্মাদের জন্যটা ততটা ‘কঠিন’। সাত বিশ্বকাপের সেমিফাইনাল হারের যন্ত্রণা নিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে আসা দক্ষিণ আফ্রিকাও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। এইডেন মার্করামের দল প্রথম ফাইনালেই ইতিহাস গড়তে হবে।
ডোনাল্ড, পলক-ভিলিয়ার্সদের উত্তরসূরীরা এবার স্বপ্নের শিরোপা নিয়েই ঘরে ফিরতে চায়। একটি শিরোপার জন্য কতশত অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চাইবে প্রোটিয়ারা। নিজেদের চোকার্স তকমা থেকে বের হওয়ার সুযোগ কাজে লাগাতে চাইবে দলটি। ফাইনাল ম্যাচটি তাই উপোভাগ্য হয়ে উঠতে পারে সমর্থকদের জন্যও
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post