স্পোর্টস ডেস্কঃ সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপের মুখে ১৩১ রানে গুটিয়ে গেছে ভারত। ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও ৩২ রানের ব্যবধানে হেরেছে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে প্রোটিয়ারা লিড নিয়েছিলো ১৬৩ রানের। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা, বিরাট কোহলি কিংবা লোকেশ রাহুলের মত ব্যাটাররা এই ১৬৩ রানও টপকাতে পারলো না। স্বাগতিকদের বোলিং তোপের মুখে মাত্র ১৩১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
তৃতীয় দিনের খেলায় বৃহস্পতিবার একক আধিপত্য দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৫ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে মার্কো ইয়েনসেন এবং ডিন এলগারের নৈপুণ্যে ১৬৩ রানের লিড পায় স্বাগিতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ভারতীয় ব্যাটাররা। এক প্রান্ত আগলে রেখে বিরাট কোহলি লড়াই করলেও সেটা ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
শুরুতে ব্যাটিং করে প্রথম ইনিংসে ২৪৫ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংস শেষে ৪০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। ১৬৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে দলের হয়ে ৭৬ রান করেছেন কোহলি। শুভমান গিলের ব্যাট থেকে আসে ২৬ রান। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩৩ রানের খরচায় ৪টি উইকেট নেন নাদ্রে বার্গার। ৩৬ রানের বিনিময়ে ৩টি শিকার ইয়েনসেনের। ২টি উইকেট পান রাবাদা। প্রথম ইনিংসে এই পেসার নিয়েছিলেন ৫ উইকেট। এর আগে ৫ উইকেটে ২৫৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন ডিন এলগার এবং ইয়েনসেন। তখন স্বাগতিকদের লিড ছিল ১১ রানের। সেই লিডটা ১১৫ রানে নিয়ে আউট হন এলগার। ২৮৭ বল মোকাবিলায় ২৮ চারের মারে ১৮৫ রানে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post