স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে ভালো করে টেস্ট দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপস। যারা দুজনই বাংলাদেশের বিপক্ষে মিরপুরে টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছিলেন। তবে সেই সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন দুই স্পিনার ইশ সোধি এবং এজাজ প্যাটেল।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সবশেষ তিন টি-টোয়েন্টিতে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। এখনও পুরোপুরি সেরে না উঠলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে। এদিকে চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন টম ব্লান্ডেল এবং পেসার জেমিসন। এছাড়া উইল ও’রুর্ক টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার। প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের সিরিজে রাখা হয়েছে রাচিন রবীন্দ্রকেও। পুরোপুরি ফিট না হলেও স্কোয়াডে আছেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের টেস্ট দল- টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কে (শুধুমাত্র দ্বিতীয় টেস্ট), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নেইল ওয়েগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post