স্পোর্টস ডেস্কঃ নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষে এবার শুরু হয়েছে সুপার সিক্সের খেলা। সেখানে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। জুনিয়র টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রুমে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ বিকাল ৫.৪৫টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক দিশা বিশ্বাস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে অলুহে সিয়োর নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা আগে ফিল্ডিং করতে নামছে।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের মতো, একই একাদশ নিয়ে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ একাদশ
দিশা বিশ্বাস (অধিনায়ক), দিলারা আক্তার, আফিয়া হুমাইরা প্রত্যাশা, মিষ্টি রানী সাহা, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, দীপা খাতুন, আশরাফি ইয়াসমিন ও লেকি চাকমা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post