স্পোর্টস ডেস্কঃ জোহানেসবার্গ টেস্টে আধিপত্য বিস্তার করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের লাগাম অনেকটাই টেনে নিয়েছে নিজেদের দিকে। ১ম দিন শেষে যদিও শ্রীলঙ্কার চেয়ে ৯ রানে পিছিয়ে তারা, তবে হাতে আছে আরো ৯টি উইকেট।
রোববার শ্রীলঙ্কাকে ১৫৭ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রামকে হারিয়ে ১৪৮ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসার আর্নিচ নর্টজের আগুনে বোলিংয়ের তোপে পুড়ে ছারখার লঙ্কান ব্যাটিং লাইনআপ। দলীয় মাত্র ১৯ রানে আউট হন অধিনায়ক দিমুথ করুনারত্নে।
তবে পেরেরা ও লাহিরু থিরিমান্নে শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়েন। পেরেরা ৫৪ বলে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি।
কুশল মেন্ডিস ০, ভানুকা ৫, ডিকওয়েলা ৭ ও দাশুন শানাকা ৪ রান করে আউট হলে বিপদেই পড়ে যায় সফরকারীরা।শেষদিকে ডি সিলভার ২৯ আর চামিরার ২২ রানে চড়ে দেড়শ’র কোঠা পার করে শ্রীলঙ্কা।
জবাব দিতে নেমে ডিন এলগার ও ভ্যান ডার ডুসেন গড়েছেন অনবদ্য ১১৪ রানের জুটি। এলগার অপরাজিত আছেন ৯২ রানে। আরেক অপরাজিত থাকা ব্যাটসম্যান ডুসেনের সংগ্রহ ৪০ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০