দক্ষিণ আফ্রিকায় আইপিএল!

0
23

স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায়ও শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। চার/ছক্কার টি-২০ এই ক্রিকেটের জন্য দক্ষিণ আফ্রিকা শঙ্কায় ফেলেছে নিজেদের বিশ্বকাপ খেলাও। তবুও দক্ষিণ আফ্রিকা বোর্ড সিএসএ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ আয়োজন করতে যাচ্ছে।

তবে সেটিকে দক্ষিণ আফ্রিকার লিগের বদলে আইপিএলই বলা যেতে পারে। কারণ ছয় দলের ফ্র্যাঞ্চাইজি এই লিগের সবগুলোরই মালিকপক্ষ আইপিএলে। যারা আইপিএল দল পরিচালনা করছেন, তারাই পরিচালনা করবেন দক্ষিণ আফ্রিকার এই লিগ। প্রোটিয়া বোর্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোর টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে মালিক, কর্মকর্তা সবাই কিন্তুু আইপিএলেরই।

সিএসএ’র ফ্র্যাঞ্চাইজি লিগের ছয়টি দলের মালিকানা কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলো ২৯টি প্রতিষ্ঠান। তবে প্রোটিয়া বোর্ড ছয়টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে তাদের সবগুলোই আইপিএলের। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক প্রতিষ্ঠান রিলায়েন্স কিনে নিয়েছে কেপ টাউনের ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংসের মালিক কিনেছে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি।

এছাড়া দিল্লি ক্যাপিটালসের মালিকাধীন প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টস কিনে নিয়েছে প্রিটোরিয়ার মালিকানা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি কিনেছে ডারবানের ফ্র্যাঞ্চাইজি, সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক প্রতিষ্ঠান সান টিভি কিনেছে পোর্ট এলিজাবেথ ও রাজস্থান রয়্যালসের মালিক প্রতিষ্ঠান রয়্যালস স্পোর্টস গ্রুপ কিনেছে পার্লের মালিকানা।

ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করবেন কেবল প্রোটিয়ারা। কিন্তুু সবগুলো দলই পরিচালনা করবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। প্রোটিয়াদের নতুন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রধান করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সিএসএ’রও ক্রিকেট ডিরেক্টরও তিনি। পুরো টুর্নামেন্টের প্রধান হিসেবে কাজ করবেন স্মিথ।

আগামি বছরের শুরুতেই এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করতে চায় সিএসএ। শেষ হবে আইপিএল শুরুর আগেই। নিলামে সর্বোচ্চ দাম দিয়েই আইপিএলের ফ্র্যাঞ্চাই মালিকরা এই প্রোটিয়া লিগের দলগুলো কিনেছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here