স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এখন শেষধাপের মহারণে। একদিন বিরতি দিয়ে সেরা চার দলের সেমি গড়ানোর অপেক্ষা। দ্বিতীয় সেমিতে লড়বে সাবেক চ্যাম্পিয়ন ভারত ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতে জিতে বিশ্বকাপের সেমিতে উঠেছে ভারত। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থা ছিল উল্টো। একটা পর্যায়ে ছিটকে পড়ার অবস্থায় ছিল তারা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সেমি নিশ্চিত করেছে তারা সবার আগে। আর এই দলকে ফাইনালে দেখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইন।
এক সাক্ষাৎকারে নাসের বলেন, ‘আমার বাজি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পক্ষে। অ্যাডিলেডের সেই সেমির (২০২২ বিশ্বকাপ) স্মৃতিকে সঙ্গী করেই নামবে ইংল্যান্ড। আমার মনে হয় না, এই ইংল্যান্ড দল ভারতকে ভয় পায়। যদি খুব শুষ্ক ও ধীরগতির পিচ হয়, তাহলে অবশ্য একটু ভিন্ন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ নিয়ে একটি ব্যাপারই বলার আছে, বাটলার ও সল্ট যদিও যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়েছে, তবে পিচে বল যদি একটু থমকে আসে এবং মন্থর হয়, তাহলে তাদের ব্যাটিং কিছুটা নড়বড়ে এবং সেক্ষেত্রে তা প্রবলভাবে ভারতের পক্ষে থাকবে। এই ধরনের উইকেটে ইংল্যান্ডের ব্যাটিং নড়বড়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post