স্পোর্টস ডেস্কঃ তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৪ রান করে টাইগাররা। জবাবে তাসকিনের বোলিং তোপে পুরো ২০ ওভার খেলে ১৩৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তাসকিন।
হাসান মাহমুদ ৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আরেক পেসার মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ২০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এছাড়া সৌম্য সরকার ৩ ওভারে ২৯ রান খরচায় নেন ১ উইকেট।
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ধারা ধরে রেখে প্রোটিয়াদের বিপক্ষেও জিততে মুখিয়ে সাকিবের দল। এদিকে একই গ্রুপের আরেক ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে কোনো ফল পায় নি। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার তাসকিনদের বোলিংয়ের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ম্যাচ কিছুটা দেখেছি। তারা ভালো শুরু করেছিল। মাঝে কিছুটা ধাক্কা খেলেও বোলিং বেশ ভালো হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০