স্পোর্টস ডেস্ক: ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের সাথে প্রস্তুুতি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
অস্ট্রেলিয়া সিরিজে অধিনায়ককে নিয়েও শঙ্কা কাটছে না স্বাগতিকদের। এখনো কনুইয়ের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি এবি ডি ভিলিয়ার্স।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। অজিদের বিপক্ষে সিরিজ সামনে রেখে পূর্ণ ফিটনেসের লক্ষ্যেই আয়ারল্যান্ড ম্যাচে বিশ্রাম পাচ্ছেন এবি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ইনজুরি আক্রান্ত হয়েছিলেন প্রোটিয়া ব্যাটিং জিনিয়াস। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ১-০ তে টেস্ট সিরিজ (দুই ম্যাচ) জয় মিস করেন তিনি।
সিএসএ তাদের বিবৃতিতে উল্লেখ করে, ‘ইনজুরি থেকে সেরে ওঠার লক্ষ্যেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিতে খেলতে পারবে না ডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়া সিরিজে তার উপস্থিতি ফিটনেস টেস্টের ওপরই নির্ভর করছে।’
রোববার একমাত্র ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে দ. আফ্রিকা দল। এরপরেই ওয়ার্নার-স্মিথদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ সেপ্টেম্বর, ২, ৫, ৯, ১২ অক্টোবর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০