স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রোটিয়া অধিনায়ক অ্যাইডেন মার্করাম টস জিতেছেন। বাংলাদেশকে তিনি আগে ফিল্ডিং দিয়েছেন।
আজও নেই দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। তাঁর বদলে টস করতে এসেছেন এইডেন মার্করাম। টসে জিতে অনুমিতভাবেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাকিব বলেছেন, তিনি পুরো ফিট। তাওহিদ হৃদয়ের জায়গায় এসেছেন বাংলাদেশ অধিনায়ক।
টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন, সাকিব এমন বললেও বোলিংয়েও সুযোগ দেখছেন। এদিকে চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা আছে বেশ ভালো অবস্থানে। জিতেছে তিনটি ম্যাচে, হেরেছে একটি। অন্যদিকে বাংলাদেশ একটি ম্যাচে জিতেছে, বাকি তিনটি ম্যাচই হেরেছে।
বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। অধিনায়ক সাকিব চোট কাটিয়ে ফিরেছেন একাদশে, বাদ পড়েছেন হৃদয়। সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ।
এছাড়া টাইগারদের পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। প্রোটিয়াদের একাদশেও পরিবর্তন একটি। লুঙ্গি এনগিডির জায়গায় সুযোগ পেয়েছেন লিজাড উইলিয়ামস। আগের ম্যাচের মতো আজও নেই নিয়মিত অধিনায়ক বাভুমা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হ্যানড্রিক্স, রাসি ভন ডার ডুসেন, অ্যাইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজাড উইলিয়ামস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post