নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফেরানো হয়েছে লতা মন্ডলকে। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা। দুই ফরম্যাটের জন্য একটি স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৬ ডিসেম্বর। তার আগে ৩ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানার দল। আগামী ৩ ডিসেম্বর বেনোনিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে।
৬ ও ৮ ডিসেম্বর কিম্বার্লিতে হবে বাকি দুই টি-টোয়েন্টি। এরপর ১৬ তারিখে পচেফস্ট্রুমে, ২০ তারিখে ইস্ট লন্ডনে ও ২৩ ডিসেম্বর বেনোনিতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগাররা। এদিকে অধিনায়কের দায়িত্বে আছেন যথারীতি নিগার সুলতানা। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নাহিদা আক্তারকে।
সর্বশেষ ঘরের মাঠের পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে বাদ পড়েছেন সানজিদা আক্তার এবং নিশিতা আক্তার। এছাড়া পাকিস্তানের বিপক্ষে শুধু টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা শরীফা খাতুন এবং শুধু ওয়ানডে সিরিজের দলে থাকা ফারজানা হক, সুমাইয়া আক্তার ও দিশা বিশ্বাসকে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে।
অবশ্য পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ফারিহা ইসলাম, সাথী রানিরা প্রোটিয়া সফরের দলে জায়গা পাননি। ফারিহা স্ট্যান্ডবাইয়ের তালিকায় থাকলেও সাথী নেই সেখানেও। গত সিরিজের মতো এবারও স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে শারমিন আক্তারকে। যেখানে তার সঙ্গী সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, নিশিতা। পাকিস্তানের বিপক্ষে কোনো টি-টোয়েন্টি খেলার সুযোগ না পেয়েই জায়গা হারিয়েছেন সাথী রানি।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল:
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ড বাই:
শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম ও নিশিতা আক্তার।
Discussion about this post