দক্ষিণ সুরমা ফুটবল দলে দুই তরুণ তুর্কি

0
146

নিজস্ব প্রতিবেদক: আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলে রয়েছেন দু’জন তরুণ ফুটবলার। দলটির কনিষ্ঠ খেলোয়াড় আবু বক্কর  ও আজিজুল হাকিম লায়েক।

তরুণ এ দুই তুর্কি ক্যানারি ওয়ার্ফ বাংলাদেশ ইউকে ফুটবল একাডেমির ছাত্র। নিজেদের ফুটবল শৈলি দিয়েই তরা জায়গা করে নিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল দলে।

দু’জন ছিলন জাতীয় অনুর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়। লায়েক সাফ চ্যাম্পিয়ন দলটির ৩৫ জনের স্কোয়াডে থাকা অবস্থায় ইনজুরিতে পড়ে দল থেকে বাদ পড়েন।

আর আবু বক্কর-তো নিজেদের ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছেন। সেমিফাইনাল আফগানিস্তান বাঁধা ঠপকাতে কোচ সৈয়দ গোলাম জিলানী দ্বিতীয়ার্ধে মাঠে নামিয়ে ছিলেন বক্করকে।

এবার উপজেলা কাপে এ দুই তরুণ ফুটবলার তাদের পায়ের জাদু দেখাতে পারেন। রক্ষণ ভাগকে সামলে রাখার দায়িত্ব পালন করেন লায়েক। তার সতীর্থ সাফ অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন আবু বক্কর নেতৃত্ব দেন আক্রমণ ভাগে। দলের প্রয়োজনে মাঝমাঠে খেলে থাকেন আবু বক্কর।

দক্ষিণ সুরমা উপজেলা দলের কোচ এ দুই তুর্কিকে আগামিকাল উপজেলা কাপে নিজেদর প্রথম ম্যাচে মাঠে নামালে এ দুই তরুণের ফুটবল পাদু দেখতে পারেন সিলটের ফুটবল প্রেমীরা।

জাতীয় দলের ফুটবলার ওয়াহেদ আহমদের ভাগ্না লায়েক দক্ষিণ সুরমার জলালপুর এলাকার  আব্দুর রবের ছেলে।  আবু বক্কর সিলেটের দক্ষিণ সুরমার মোল্লার গাঁও  এলাকার শফিক মিয়ার ছেলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here