স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লো স্কোরিং ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলির ব্যাটে অল্প পুঁজি নিয়েই লখনৌকে ১৮ রানে হারিয়েছে দলটি।
আগে ব্যাট করা ব্যাঙ্গালোর ডু প্লেসিস ও বিরাটের ব্যাটে চড়ে মাত্র ১২৬ রান তুলতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোরের নিয়ন্ত্রিত বোলিংয়ে লখনৌ মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায়।
লখনৌর মাঠে টস জিতে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোর নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২৬ রানে থামে। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করেন প্রোটিয়া ব্যাটার ফাফ ডু প্লেসিস। ৪০ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। ওপেনার বিরাট কোহলি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান। ৩০ বলের ইনিংসে তিনটি চার হাঁকিয়েছেন তিনি। ১১ বলে ১৬ রান করে রানআউট হয়েছেন দিনেশ কার্তিক।
লখনৌর হয়ে নাভিন ৩টি, রবি ও অমিত ২টি করে উইকেট লাভ করেন।
১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা লখনৌ ইনিংসের এক বল বাকী থাকতে ১০৮ রানে গুটিয়ে যায়। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ২৩ রান করেছেন কৃ্ষ্ণাপ্পা। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেছেন ক্রুনাল পান্ডিয়া। ১৩ রান করে এসেছে নাভিন উল হক ও মার্কো স্টয়নিসের ব্যাট থেকে।
ব্যাঙ্গালোরের হয়ে জস হ্যাজেলউড ও কারান শর্মা ২টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post