স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের রেকর্ড শিরোপা জিতল ভারত। রোববার শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করেছে রোহিত শর্মার দল। বিশেষ করে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে পড়া লঙ্কানরা আর দাঁড়াতেই পারল না। মাত্র ৫০ রানে গুঁটিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১০ উইকেটে জিতে আবারও এশিয়ার ক্রিকেটের সেরা এখন তারা।
টস জিতে ব্যাটিং করতে নামা শ্রীলঙ্কাকে শুরুতেই দারুণ স্যুয়িং বোলিংয়ে ধাক্কা দেন জাসপ্রিত বুমরাহ। তার বেরিয়ে যাওয়া বল খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন কুশল পেরেরা। এরপর মঞ্চে আসেন মোহাম্মদ সিরাজ। চতুর্থ ওভারে তিনি হয়ে উঠেন বিধ্বংসী। নিজের দ্বিতীয় ওভার করতে এসেই লঙ্কানদের সর্বনাশ করেন ডানহাতি এই পেসার। হ্যাটট্রিকের সুযোগ হারালেও নেন ৪ উইকেট। প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সিরাজ।
সিরাজ শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিসাঙ্কাকে দিয়ে শিকার শুরু করেন। এরপর তৃতীয় ও চতুর্থ বলে ফেরান সাদিরা সামারাবিক্রমা ও চরিথ আশালাঙ্কাকে। পঞ্চম বলটা ঠেকিয়ে সিরাজকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও ওভারের শেষ বলে ধনঞ্জয়া ডি সিলভাও আউট হয়ে যান। পরের ওভারে এসে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকাকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন সিরাজ।
এর আগে মাত্র ১০ বলের মধ্যে ৫ উইকেট শিকার করেন সিরাজ। দলীয় ১২ রানেই ৬ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। স্রোতের বিপরীতে দুই অঙ্কে যান কুশল মেন্ডিস। যদিও টিকতে পারেননি বেশি। ৩৪ বলে ১৭ রান করে সিরাজের ভেতরে ঢোকা বলে হন বোল্ড। লঙ্কানদের স্কোর পঞ্চাশ পার হয় নয়ে নামা দুশন হেমন্তের কারণে। ১৫ বলে ১৩ রানে অপরাজিত থাকেন তিনি।
নিজেদের লজ্জার এই ম্যাচশেষে শ্রীলঙ্কা অধিনায়কের মুখে দর্শকদের জন্য সমবেদনাই ফুটে উঠল। পুরস্কার বিতরণী মঞ্চে গ্যালারিতে থাকা দর্শকদের দিকে তাকিয়ে দাসুন শানাকা বলেন, ‘বিপুলসংখ্যক দর্শক মাঠে এসেছেন, তাঁদের আমি ধন্যবাদ জানাই। আপনাদের হতাশ করায় দুঃখ প্রকাশ করছি। এদিকে সিরাজের বোলিংয়ের প্রশংসা করে শানাকা বলেছেন, ‘সিরাজ অসাধারণ বোলিং করেছে। আমি ভেবেছিলাম পিচ ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ারও এ ক্ষেত্রে ভূমিকা ছিল। আমাদের জন্য খুব কঠিন একটা দিন কেটেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post