স্পোর্টস ডেস্কঃ দর্শকহীন মাঠে হতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ২৯ সেপ্টেম্বর ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে দু’দলের প্রস্তুতি ম্যাচটি।
বিসিসিআই-এর কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে বলেছে, ‘ম্যাচটি দর্শক শূন্য গ্যালারিতে আয়োজন করা হবে। যারা এরই মধ্যে তাদের টিকিট বুকিং দিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়া হবে।’ বিসিসিআই এরই মধ্যে টিকিট বিক্রির স্বত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান বুকমাইশপ’কে অর্থ ফেরত দেওয়ার নোটিশ দিয়েছে।
২৮ সেপ্টেম্বর হায়দ্রাবাদের মুসলমানরা পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি পালন করবে। এদিকে হিন্দুরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী গনেশ বিসর্জন পালন করবে। এই দুটি উৎসবে মোতায়েন করা হবে অসংখ্য পুলিশ। আর এমন উৎসবের পরদিনও ব্যস্ত থাকবে পুলিশ। তাই তারা নিরাপত্তা দিতে পারবে না পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে। যার কারণে ম্যাচটি দর্শকহীন মাঠে আয়োজন হবে।
পুলিশি নিরাপত্তা প্রসঙ্গে বিসিসিআই-এর এক কর্মকর্তা বলেছেন, ‘উৎসবগুলো অনেকরাত পর্যন্ত হবে। তাই ম্যাচের দিন পুলিশ যেভাবে নিরাপত্তা দেয়ার কথা সেভাবে পারবে না। তবে উভয়দল স্টেডিয়ামে যাওয়া-আসার পথে এবং সেখানে থাকাকালীন পূর্ণ নিরাপত্তা পাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০