স্পোর্টস ডেস্কঃ চূড়ান্ত হলো ভারতের আয়ারল্যান্ড সফরের সূচি। অগাস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে ইউরোপের দেশটি সফর করবে হার্দিক পান্ডিয়া-ইশান কিশানরা। এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড এই সিরিজের সময়সূচি জানিয়েছে। তিন ম্যাচের সিরিজটি হবে মালাহাইডে।
আয়ারল্যান্ড-ভারতের মধ্যকার সিরিজ শুরু হবে ১৮ অগাস্ট। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম ভারত সিরিজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, দর্শকদের বিনোদনের জন্য এই সিরিজে ম্যাচ বাড়ানো হয়েছে।
এক বিবৃতিতে ডিউট্রম বলেছেন, ‘১২ মাসের মধ্যে দ্বিতীয় বার আয়ারল্যান্ডে আমরা ভারতকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমরা ২০২২ সালে ভারতের বিপক্ষে দু’টি ম্যাচের আয়োজন করেছিলাম। সেই ম্যাচে টিকিটের চাহিদা দেখেছি। তাই এই বছর তিন ম্যাচের সিরিজ করা হচ্ছে। যাতে আরও বেশি ভক্তরা ম্যাচ উপভোগ করার সুযোগ পায়।’
আয়ারল্যান্ড ও ভারত টি-টোয়েন্টি সিরিজের সূচি-
১৮ অগাস্ট: প্রথম টি-টোয়েন্টি (মালাহাইড)
২০ অগাস্ট: দ্বিতীয় টি-টোয়েন্টি (মালাহাইড)
২৩ অগাস্ট: তৃতীয় টি-টোয়েন্টি (মালাহাইড)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০