স্পোর্টস ডেস্কঃ স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে ইউরো শুরু করা জার্মানি এবার পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে হাঙ্গেরি ম্যাচে। তাতে এবারের ইউরোর শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে জার্মানরা। বুধবার হাঙ্গেরির বিপক্ষে ২-০ গোলে জিতেছে তারা। নিজে একটি গোল করে ও সতীর্থকে দিয়ে একটি করিয়ে জার্মানির জয়ে বড় অবদান রাখেন অধিনায়ক ইলকাই গিনদোয়ান। এ জয়ে ৬ পয়েন্ট এবং ৬ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে নকআউট পর্বে পৌঁছে গেল স্বাগতিকরা।
ম্যাচ শেষে জার্মান দর্শকদের কথা আলাদাভাবে বললেন স্বাগতিক কোচ ইউলিয়ান নাগলসমেন। তিনি বলেন, স্টেডিয়ামের দর্শকদের অকুণ্ঠ সমর্থনের যে আবহ সেটি তাদেরকে আরও উজ্জীবিত করে তোলে। নাগলসমেন বলেন, ‘জাতীয় সংগীতের সময় সবাই সমস্বরে স্টেডিয়াম কাঁপিয়ে তুলেছিল-এটা আপনাকে ভালো অনুভূতি দেয়। এটা আমাদের সাহায্য করে, যা বিশ্বাস করা কঠিন। কারণ আমাদের এমন অবিশ্বাস্য অভিজ্ঞ এবং সফল খেলোয়াড় রয়েছে, তবে এই আবহ আপনার মধ্যে কিছু একটা কাজ করে। এটা আপনাকে নাড়া দেয়। সমর্থকদের স্বপ্ন দেখতে দেওয়া আমাদের কাজ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post