স্পোর্টস ডেস্ক:: এ এক তুলকালাম কাণ্ড। মেসি-দি মারিয়াদের ফাইনাল দেখতে টিকিট ছাড়াই যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে হাজার হাজার সমর্থক। নিরাপত্তা প্রাচীর ডিঙিয়ে তারা মাঠে ঢুকে পড়েছেন। অবস্থা বেগতিক দেখে সময় মতো শুরু করা যায়নি কোপা আমেরিকার ফাইনাল।
তবে অবশেষে ফাইনাল ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা-কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও প্রায় দেড় ঘন্টা বিলম্বে সকাল সাড়ে সাতটার কিছু আগে শুরু হয়েছে ম্যাচটি।
নিরাত্তাপকর্মীদের বাঁধা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে টিকিট ছাড়াই ঢুকে পড়ার চেষ্টা করছেন প্রচুর দর্শক। চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হলো ফাইনাল ম্যাচ।
ভিডিওতে দেখা যাচ্ছে, সমর্থকরা হার্ড রক স্টেডিয়ামের দক্ষিণ-পশ্চিম গেট ভেঙে ঢোকার চেষ্টা করছেন, স্থানীয় নিরাপত্তাকর্মীরা তাদেরকে বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। এসময় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ রাতের কোপা আমেরিকা ফাইনাল দেখতে হাজার হাজার সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেছিল। যা কিনা অন্যান্য সমর্থক, নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের চরম ঝুঁকিতে ফেলেছিল। প্রবেশের প্রক্রিয়া আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে এবং সকলকে নিরাপদ রাখা নিশ্চিত করার জন্য নিরাপত্তা গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আজ রাতের ম্যাচের শুরুর সময়টি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বিলম্বিত হয়েছে, যাতে টিকিটধারী সমর্থকরা নিরাপদে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post